প্রকাশঃ 2025-08-09 14:17:46 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin । দেখা হয়েছে 134 বার।
মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
-মোঃ সাইফুল্লাহ //
মাগুরায় জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রস্তুৃুতি মূলক নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা ৯ আগস্ট শনিবার সকালে আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য এবং মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের। সদর জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক হাফেজ মাওলানা আবুল বাসারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম।
কর্মশালায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড, পর্যায়ের প্রায় এক শত দ্বায়িত্বশীল উপস্থিত ছিলেন।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Raindrop Tours Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel