প্রকাশঃ 2024-03-10 07:21:16 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin । দেখা হয়েছে 488 বার।
-বঙ্গভঙ্গ ঘোষিত হওয়ার পর প্রাদেশিক রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তোলার জন্য রমনায় ও অন্যান্য অঞ্চলে যেসব ইমারত নির্মাণ করা হয়েছিল কার্জন হল তার মধ্যে অন্যতম। ১৯০৪ সালে ভারতবর্ষের ভাইসরয় লর্ড কার্জন এই ইমারতটি নির্মাণ করেছিলেন।
প্রাথমিকভাবে এটি একটি দৃষ্টিনন্দন টাউন হল হিসেবে স্থাপন করা হয় কিন্তু বঙ্গভঙ্গ হওয়ার পর এখানে একটি কলেজ স্থাপন করা হয় যার নামকরণ হয় ‘ঢাকা কলেজ’ এবং ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে এর অধীনে চলে আসে। তখন থেকেই এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ক্লাশ এবং পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
তথ্য সুত্রঃ parjatan.gov.bd
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Raindrop Tours Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel