প্রকাশঃ 2025-06-15 19:36:53 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin । দেখা হয়েছে 182 বার।
-সাতক্ষীরা : সাতক্ষীরায় আ.লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (১৫ জুন) দুপুরে শহরের মুনজিতপুর বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটি থেকে আটক করা হয়েছে রিফাত আমীনের ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে।
অভিযানের শুরুতে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে পায়ে আহত হন তিনি।
সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে বাসা থেকে একটি রাইফেল, তিনশো পিস ইয়াবা, মদসহ মাদক গ্রহণের নানা সারজ্ঞাম উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ওই সাবেক নারী সংসদ সদস্য বর্তমানে আমেরিকায় তার বড় ছেলের বাসায় রয়েছেন বলে জানা গেছে। এই বাড়িতে ছোট ছেলে মাদকাসক্ত রুমন একাই বসবাস করছিলেন।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Raindrop Tours Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel