BD Travel Info
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

সারাদেশ খুলনা বিভাগ

প্রকাশঃ 2025-02-14 11:21:00 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedinদেখা হয়েছে 543 বার।


মাগুরায় ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

-মোঃ সাইফুল্লাহ ; মাগুরা শ্রীপুরের উপজেলা শহরের রেজিষ্ট্রি অফিস মোড়ে বন্ধন টাওয়ারের প্রথম ও দ্বিতীয় তলায় বুধবার দুপুরে ডিজিটাল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।  
 উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ  দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আলোচনা সভায় ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রোপ্রাইটর মোঃ আকিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান লিটন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মোঃ আনোয়ার সাদাত, পল্লী চিকিৎসক পরিলম বিশ্বাস, শ্রীকান্ত মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেল, সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী, বিএনপি নেতা মতিয়ার বিশ্বাসসহ অন্যরা।
এ সময় ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার অপূর্ব কুমার বিশ্বাস বলেন, ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হবে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের সেবা কেন্দ্র। আর্থিক অসচ্ছল, অসহায় ও দুস্থ রোগীদের অপারেশনসহ সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করাই হবে ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মূখ্য উদ্দেশ্য। 

1
2
3
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Raindrop Tours Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
Leave a Comment:
উপরে দেখুন