কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না - মাগুরায় শিবির সেক্রেটারি
সারাদেশ
খুলনা বিভাগ
প্রকাশঃ 2024-11-22 13:32:37 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin । দেখা হয়েছে 126 বার।
-মোঃ সাইফুল্লাহ ; বিগত আওয়ামীলীগ সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোঃ জাহিদুল ইসলাম বলেছেন স্বৈরাচার যা করেছে তা কোনো ব্যাক্তি বা ভিকটিম যদি ক্ষমা করে তবে তা ভিন্ন বিষয় কিন্তু কোনো দল ও কোনো গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না। বুধবার (২০ নভেম্বর) বিকালে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে সুধী সমাবেশের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।