BD Travel Info
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

সারাদেশ দেশীয় চাকরী

প্রকাশঃ 2024-11-22 13:30:32 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedinদেখা হয়েছে 125 বার।


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

- সাতক্ষীরা ঃ দ্বিতীয়বার সাফজয়ী সাতক্ষীরার নারী ফুটবলার জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভিন ও আফাঈদা খন্দকার প্রান্তিকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ অন্যরা। অনুষ্ঠানে সাতক্ষীরার তিন কৃতি খেলোয়াড়ের প্রত্যেকের হাতে ১ লাখ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া তাদেরকে এসময় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বক্তারা এসময় বলেন, নারীরা প্রাগৈতিহাসিক সময় থেকেই বঞ্চিত হয়ে আসছে। নিপীড়িত হয়ে আসছে। সেখান থেকে বের হয়ে সাতক্ষীরার তিন নারী ফুটবলার সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিতি করিয়েছে। এটি একটি গর্বের বিষয়। প্রত্যেকের স্বপ্ন থাকে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। পরিশ্রম করতে হবে। সাতক্ষীরার সুনামের জন্য প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে হবে। 

1
2
3
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Raindrop Tours Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
Leave a Comment:
উপরে দেখুন