BD Travel Info
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

ভারতে পাচার ৯ বাংলাদেশি যুবতীকে বেনাপোল দিয়ে হস্তান্তর।

সারাদেশ খুলনা বিভাগ

প্রকাশঃ 2024-09-29 19:31:05 | সর্বশেষ আপডেটঃ 2025-10-11 20:23:49

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedinদেখা হয়েছে 523 বার।


ভারতে পাচার ৯ বাংলাদেশি যুবতীকে বেনাপোল দিয়ে হস্তান্তর।

-বেনাপোল প্রতিনিধি:
ভারতে পাচার হওয়া বাংলাদেশি  ৯ যুবতী ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল দিয়ে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পাচারের শিকার তন্নি,রোজিনা ,সুলতানা,লামিয়া, শিমা খাতুন, আনোয়ারা খাতুন,সোনিয়া,শাহিরোন, জাহানারা এরা কিশোরগনজ, যশোর, খুলনা, নারায়ণগন জেলার বাসিন্দা।

তারা দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতের যায়। পরে সে দেশে  অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়।সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা ৯ বাংলাদেশি যুবতীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।যশোর জাস্টিস এন্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান  বলেন, ফেরত আসাদের  নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

1
2
3
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Raindrop Tours Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
Leave a Comment:
উপরে দেখুন