BD Travel Info
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

গৌরীপুরের বিশ্ব পর্যটন দিবস পালিত

ভ্রমণ স্ব-দেশীয় দর্শনীয় স্থান

প্রকাশঃ 2024-09-28 09:50:35 | সর্বশেষ আপডেটঃ 2025-10-11 20:29:47

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedinদেখা হয়েছে 435 বার।


গৌরীপুরের বিশ্ব পর্যটন দিবস পালিত

-দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । 

ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব পর্যটন দিবসে উপজেলার প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে আলোচনা সভা, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকাল ১১টায় কৃষ্ণপুর জমিদারবাড়ি বর্তমানে গৌরীপুর সরকারী কলেজের প্রাচীন ও মূল ভবনের সামনে ক্রিয়েটিভ এসোসিয়েশনের উদ্যোগে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং পরে বিকাল ৪টায়  ধান মহালস্থ ক্রিয়েটিভ এসোসিয়েশনের মিলনায়তন কক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়। 


র‍্যালি ও মানববন্ধনে বক্তব্য রাখেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রিয়েটিভ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, বাংলা ৫২ নিউজের ব্যুরো প্রধান দিলীপ কুমার দাস, প্রেস নিউজের গৌরীপুর উপজেলা প্রতিনিধি মো. সাইফুল আলম, সমাজকর্মী মো. সামছুল ইসলাম,  এসিক ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ শাহ প্রমুখ।


বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। এখানে রয়েছে মুঘল-সুলতানি ও ইংরেজ আমলের বহু প্রাচীন নিদর্শন, ১৩ টি জমিদারবাড়ির ইতিহাস ও নিদর্শন, প্রাচীন মসজিদ, ঐতিহাসিক দীঘি, মন্দির, মধ্যযুগের মাজার, দু"টি কেল্লা বা ফোর্টের ধ্বংসাবশেষ ও ইতিহাসখ্যাত ব্যক্তিবর্গের সমাধি। এ ছাড়াও রয়েছে প্রাচীন পূর্ব বাংলার গীতিকার দ্বারা সমৃদ্ধ বীরাঙ্গনা সখিনার ইতিহাস ও তার সমাধি, মুঘল আমলের খাজা উসমান খাঁর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী প্রাচীন কেল্লার নিদর্শন। এই স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানানো হয়।


1
2
3
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Raindrop Tours Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
Leave a Comment:
উপরে দেখুন