প্রকাশঃ 2024-04-22 16:48:29 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin । দেখা হয়েছে 254 বার।
কবি ফররুখ আহমদ
জন্ম ও মৃত্যুঃ
কবি ফররুক আহমদ বৃহত্তর যশোর জেলার বর্তমান মাগুরা জেলার সদর উপজেলাধীন মাঝ-আইল গ্রামে ১৯১৮ খ্রিস্টাব্দের ১০ই জুন বিখ্যাত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালের ২৯ শে অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন।
রচিত কাব্য গ্রন্থাবলিঃ
সাত সাগরের মাঝি, সিরাজুম মুনিরা, নৌফেল ও হাতেম, হাতেম তায়ী, মুহুর্তের কবিতা, হাবেদা মরুর কাহিনী। ছোটদের কবিতা ও ছড়াঃ- হরফের ছড়া, পাখির বাসা, ছড়ার আসর, চিড়িয়াখানা ইত্যাদি।
অর্জনঃ
তিনি তাঁর সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরূপ সরকার ও বিভিন্ন সংস্থা থেকে র্স্বীকৃতি ও পুরস্কার লাভ করেন। ১৯৬১ সনে তিনি প্রেসিডেন্ট পুরস্কার, ‘‘প্রাইড অব পারফরমেন্স’’, ১৯৬৬ সালে আদমজী সাহিত্য পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার, লাভ করেন। ১৯৬০ সালে তিনি কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পান এবং বাংলা একাডেমির ফেলো নির্বাচিত হন।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Raindrop Tours Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel