প্রকাশঃ 2024-04-22 16:36:37 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin । দেখা হয়েছে 288 বার।
সৈয়েদা সুফিয়া খাতুন (সাহিত্য রত্ন)
জন্ম ও মৃত্যুঃ সৈয়েদা সুফিয়া খাতুন ১৯২৭ সালে মাগুরা শহরে জন্ম গ্রহন করেন।
সাহিত্যকর্মঃ
বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত তাঁর গল্পগুলোর একটা সংকলন প্রকাশ করার জন্য একটি পান্ডুলিপি তিনি কবি গোলাম মোস্তফার কাছে দিয়েছিলেন। এর কিছুদিন পরেই কবি গোলাম মোস্তফা মৃত্যুবরণ করেন। সৈয়দা সুফিয়া তাঁর পান্ডুলিপিখানি পরে আর ফেরত পাননি। ফলে তাঁর আশা অপূর্নই থেকে যায়। তার আরো একখানা অপ্রকাশিত গ্রন্থের নাম ‘‘স্বপ্ন ছায়া’’। যশোরের ‘‘অবলাকান্ত মজুমদার সাহিত্য পরিষদ’’ সৈয়দা সুফিয়া খাতুনকে তাঁর সাহিত্য কর্মে স্বীকৃতি স্বরূপ সাহিত্যরত্ন ‘‘উপাধিতে ভূষিত করে।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Raindrop Tours Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel