গণভবন
ঢাকা বিভাগ
ঢাকা জেলা
প্রকাশঃ 2024-03-10 06:52:29 |
সর্বশেষ আপডেটঃ 2024-12-04 19:56:16
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin । দেখা হয়েছে 257 বার।
গণভবনঃ
ঢাকার শের-ই-বাংলা নগরের বি-ব্লকের ৫ নং
প্লটে অবস্থিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন যা গণভবন নামে পরিচতি।
পূর্বে এর আয়তন ছিল ২২ একর। বর্তমানে মুল ভবনের আয়তন ১৫ একর। বিশ্ববিখ্যাত
স্থাপতি মিঃ লুই কান এর থিউরি মতে উন্নতমানের সিরামিক ইটে নির্মান করা
হয়েছে গণভবন। গণভবনের মুল ভবনের উপড় ও নীচতলা মিলিয়ে আয়তন ৩৭ হাজার বর্গ
ফুট। মুল ভবনের সাথে বর্ধিতাংশ করে ব্যাংকোয়েট হল নির্মাণ কাজ শেষে গণভবনের
মোট আয়তন বর্তমানে দাড়িয়েছে ৫৭ হাজার বর্গ ফুটে। দোতলা গণভবনের ওপর-নীচ
তলায় রয়েছে বিশাল সাইজের ছয়টি রুম। উপড় তলায় আরো আছে বিলাশবহুল ৫টি স্যুইট
এবং নীচ তলায় আছে ৬টি স্যুইট। উপরের তলায় অনেক বড় একটা রুমের নাম সেন্ট্রাল
রুম এবং অন্য আর একটা রুমের নাম কনফারেন্স লাউঞ্জ। নীচ তলায় প্রধান
মন্ত্রীর অফিস কক্ষ। রুমের ভিতরটা পূর্বে মোজাইক করা ছিল। বর্তমানে মোজাইক
তুলে গ্রানাইট টাইলস বসানো হয়েছে। অফিস কক্ষের দুই পাশে দুটি করিডোর এবং
লাউঞ্জ সম্পুর্ণ মার্বেল পাথরে গড়া। ভবনটিতে কিচেনরুম, ড্রইংরুম, স্টোররুম
ছারাও আরো তিনটি রুম রয়েছে। ভবনের ভিতরে হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপ্যাড
রয়েছে। এখানে ২ টি গোলাপ বাগান, ২ টি বারোয়ারী ফুলের বাগান, ফলজ বাগান
ছাড়াও রয়েছে বিশাল লন। সেই লনেই বংগবন্ধু সকাল বিকাল পায়চারী করতেন।
গণভবনের উত্তর প্রান্ত থেকে দক্ষিন প্রান্ত পর্যন্ত্য বিস্তৃত রয়েছে একটি
মনোরম লেক। লেকের পশ্চিম দিকে রয়েছে শান বাধানো সুদৃশ্ব ঘাট। এই লেকে
বঙ্গবন্ধু নিজ হাতে মাছ চাষ করেছিলেন এবং ঐ ঘাটে বসেই মাছদের খাবার খেতে
দিতেন। গণভবনের রয়েছে দীর্ঘ ইতিহাস। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান মিন্টো রোডের প্রেসিডেন্ট হাউসে অফিস করতেন। প্রেসিডেন্ট হাউস তখোন
গণভবন নামে পরিচিত ছিলো। প্রেসিডেন্ট হাউস বর্তমানে সুগন্ধা ভবন নামে
পরিচিত। বর্তমানে সুগন্ধা ভবনে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমী অফিস।
স্বাধীনতার পর বৃটেনের রানী ২য় এলিজাবেথের প্রথমবার বাংলাদেশে আগমন উপলক্ষে
ভবনটি নির্মাণ করা হয়েছিল। তিনি এই ভবনে রাত যাপন করেছিলেন। প্রেসিডেন্ট
ভবনে বঙ্গবন্ধু অনেক কস্ট করে অফিস করতেন। সেখানে তার সকলস্টাফদের জন্য
স্থান সংকুলান হতোনা। সেই অফিস ভবন ছোট হবার কারনেই বংবন্ধু ১৯৭৩ সনে শেরে
বাংলা নগরে সংসদ ভবনের পাশে তাঁর বাসভবন ও সচিবালয় নির্মাণ করার সিদ্ধান্ত
নেন। গণভবন বঙ্গবন্ধুর সরকারী বাসভবন হলেও তিনি কখনো গণভবনে রাত যাপন
করতেননা। তিনি থাকতেন তাঁর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে।
ঢাকা জেলা: ঢাকা মহানগরঃ ক) ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্য নিদর্শনঃ
পর্যটন আকর্ষণ।
তথ্য সুত্রঃ parjatan.gov.bd