BD Travel Info
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে নিজ উদ্যোগে গ্রামবাসির জন্য খেলার মাঠে করে দিলেন ব্যবসায়ী

সারাদেশ নড়াইল

প্রকাশঃ 2021-07-07 20:30:00 | সর্বশেষ আপডেটঃ 2025-01-19 14:37:36

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedinদেখা হয়েছে 401 বার।


নড়াইলে নিজ উদ্যোগে গ্রামবাসির জন্য খেলার মাঠে করে দিলেন ব্যবসায়ী

-নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় চৌধুরী মাঠের উদ্বোধন করেছেন ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী সপ্নিল চৌধুরী সোহাগ। 

বুধবার (৬ মার্চ) বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা দক্ষিণপাড়া গ্রামে এ মাঠের উদ্বোধন করা হয়।

জানা গেছে, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাসিন্দা এবং ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সপ্নিল চৌধুরী সোহাগের উদ্যোগে ও অর্থায়নে উলা দক্ষিণপাড়া গ্রামে ৫ একর জমির উপর নির্মিত হয় মাঠটি। এদিন বিকেলে হেলিকপ্টার যোগে নবনির্মিত হয় মাঠে অবতরনের পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনি অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সপ্নিল চৌধুরী সোহাগ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে বাঁচে। আমাদের গ্রামে কোন মাঠ ছিলো না,মাঠ করার মত জায়গা ছিলো আমি মনে করেছি একটা গ্রামের উন্নয়নের জন্য একটা মাঠ দরকার। একটা মাঠ হলে অনেক জায়গা থেকে প্লেয়াররা খেলতে আসে এবং দেখতে আসে তারা চিনবে এটা দরকার আমাদের তাই করা। এছাড়া মাদকের হাত থেকে তরুন যুব সমাজকে রক্ষা করতে মাঠের ও খেলাধুলার প্রয়োজন রয়েছে। তিনি ভবিষ্যতেও  এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে এমন একটি সুন্দর খেলার মাঠ পেয়ে খুশি এলাকার কিশোর ও তরুন যুবকেরা। কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, সোহাগ ভাই আমাদের একটি খেলার মাঠ করে দিয়েছেন আমরা এখানে খেলতে পারবো। আমরা দোয়া করি তিনি যেনো সবসময় ভাল কাজের সাথে থাকতে পারেন ও ভাল কাজ করতে পারেন।

এসময় লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, সোহাগের পিতা খোকন চৌধুরীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

1
2
3
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Raindrop Tours Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
Leave a Comment:
উপরে দেখুন