BD Travel Info
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় "মানব উন্নয়ন সংসদ"র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন

সারাদেশ খুলনা বিভাগ

প্রকাশঃ 2025-01-02 08:20:36 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedinদেখা হয়েছে 118 বার।


মাগুরায় "মানব উন্নয়ন সংসদ"র আয়োজনে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন

-মােঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুরে মানব উন্নয়ন সংসদ তারাউজিয়াল এর উদ্যোগে মঙ্গলবার রাতে সাচিলাপুর- তারাউজিয়াল কালিমন্দিরের পাশে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে ওপর বাংলার প্রখ্যাত নাট্যকর শ্রী নির্মল কুমার মুখোপাধ্যায় বিরচিত, মানব উন্নয়ন সংসদ প্রযোজিত ও সংগঠনের সভাপতি ড. মুসাফির নজরুল নির্দেশিত নাটক "জেল থেকে বলছি" মঞ্চস্থ হয়। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নাটক দেখতে কয়েক হাজার নাট্যমোদী দর্শক উপস্থিত হয়ে নাটকটিকে আরো প্রানবন্ত করে তোলেন। দূর-দূরান্ত থেকে আগত দর্শকদের মনের খোঁড়াক জোগাতে নাট্য শিল্পীরা মঞ্চে তাদের অভিনয় দক্ষতা প্রদর্শন করেন। এর আগে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

1
2
3
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Raindrop Tours Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
Leave a Comment:
উপরে দেখুন