BD Travel Info
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

জিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর নির্বাচিত হলেন নড়াইলের কৃতি সন্তান ডা: মোস্তফা আজিজ সুমন

সারাদেশ দেশীয় চাকরী

প্রকাশঃ 2024-11-22 13:13:28 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedinদেখা হয়েছে 127 বার।


জিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর নির্বাচিত হলেন নড়াইলের কৃতি সন্তান ডা: মোস্তফা আজিজ সুমন

-নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য  বাংলাদেশ শিল্প ব্যাংকের চেয়ারম্যান শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের সহযোদ্ধা এম এম মকবুল হোসেনের সুযোগ্য পুত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক (বিভাগীয় প্রধান)   অঙ্কোলজি বিভাগ (ক্যানসার বিশেষজ্ঞডামোস্তফা আজিজ সুমন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফডিরেক্টর (প্রোগ্রামনির্বাচিত হয়েছেন।

 

ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধু ডাজুবাইদা রহমান ২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে জিয়া পরিবারের আর এক সদস্য তারেক রহমানের মেয়ে ব্যারিষ্টার জাইমা রহমানও ডিরেক্টর নির্বাচিত হয়েছেন।

 

সম্প্রতি নতুন  কমিটি গঠন করা হয় কমিটি ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়াইলের বিএনপিযুবদলশ্রমিকদলসেচ্ছাসেবকদলছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কমিটির সকল সদস্যকে স্বাগত জানিয়েছেন এবং নিজ নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে নড়াইলের সাবেক এমপি এম এম মকবুল হোসেনের ছেলে  ডামোস্তফা আজিজ সুমনকে কমিটিতে ডিরেক্টর নির্বাচিত করায় আনন্দের জোয়ার বইছে নড়াইলের বিএনপিসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের মোল্লা বংশের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ক্যানসার বিশেষজ্ঞ ডামোস্তফা আজিজ সুমন যশোর জেলা স্কুল থেকে এসএসসিনটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন পরে ২৪তম বিসিএস থেকে স্বাস্থ্য ক্যাডারে নিযুক্ত হন বর্তমানে তিনি  কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। ডামোস্তফা আজিজ সুমন ইতোমধ্যে দেশ-বিদেশে ক্যানসার বিশেষজ্ঞ হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন।

নড়াইল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেনএম এম মকবুল হোসেন ছিলেন নড়াইল জেলা বিএনপির বট বৃক্ষের মত। তিনি দায়িত্বে থাকা অবস্থায় নড়াইলে বিএনপি শক্তিশালী এবং সুসংগঠিত হয়েছে। মকবুল হোসেনের কথা নড়াইলের মানুষ আজীবন মনে রাখবে। ডামোস্তফা আজিজ সুমন  জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফডিরেক্টর (প্রোগ্রামনির্বাচিত হওয়ায় নড়াইল জেলা ছাত্রদল আনন্দিত এবং গর্বিত।

 

নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান বলেননড়াইলে বিএনপির অন্যতম বর্ষীয়ান নেতা ছিলেন আমাদের অভিভাবক সমতূল্য এম এম মকবুল হোসেন। তার সুযোগ্য পুত্র ডামোস্তফা আজিজ সুমন একজন সৎবিনয়ী  মানবিক মানুষ। নড়াইলের এই কৃতি সন্তান  জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর (প্রোগ্রামনির্বাচিত হওয়ায় আমরা সেচ্ছাসেবকদল তথা নড়াইলবাসী গর্বিত  আনন্দিত। গুরুত্বপূর্ন এই পদে নড়াইলের সন্তানকে দায়িত্ব দেওয়ায় দেশ নায়ক তারেক রহমানকে নড়াইল জেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ  অভিনন্দন জানাচ্ছি।

 

জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবির রুবেল বলেননড়াইলে বিএনপির সাবেক সভাপতি  নড়াইল  আসনের সংসদ সদস্য এম এম মকবুল হোসেনের  যোগ্য উত্তরসূরী ডামোস্তফা আজিজ সুমনকে এই গুরু দায়িত্ব দেওয়ায় নড়াইল জেলা যুবদল অত্যন্ত আনন্দিত। উক্ত কমিটিতে দায়িত্ব পাওয়ায় দেশ নায়ক তারেক রহমানসহ সকল সদস্যকে আভিনন্দন জানাচ্ছি।

1
2
3
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Raindrop Tours Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
Leave a Comment:
উপরে দেখুন