BD Travel Info
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরা জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব- বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান

সারাদেশ খুলনা বিভাগ

প্রকাশঃ 2024-04-22 16:50:29 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedinদেখা হয়েছে 372 বার।


মাগুরা জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব- বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান

বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান

জন্মঃ

 সাকিব আল হাসান, আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার, যার নাম দিয়েই নতুন করে বাংলাদেশকে চিনেছে ক্রিকেট বিশ্ব, মাগুরা জেলায় ২৪ মার্চ, ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় ফুটবল খেলার প্রতি আগ্রহ থাকলেও বড় হয়ে ক্রিকেটের দিকে ঝুকে পড়েন সাকিব এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)-এ ভর্তি হন। তার নান্দনিক খেলার ধারাবাহিকতা তাঁকে নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায় ।

অর্জনঃ

২০০৬ সালের আগস্টে হারারে তে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিব আল  হাসানের। অভিষেকের পর হতে যত দিন  গড়িয়েছে সাকিব নিজেকে ছাড়িয়ে গেছেন। যে কোন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশ দলের অন্যতম নির্ভরতার নাম সাকিব আল হাসান। ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড় সাকিব যিনি ক্রিকেটের ৩ ফরম্যাটেই ১ নাম্বার অলরাউন্ডার। পাকিস্তানের ইমরান খান এবং ইংল্যান্ডের ইয়ান বোথামের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরী এবং ১০ উইকেট লাভ করেন তিনি। এখন পর্যন্ত সাকিবই একমাত্র ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটে দেশের সবোচ্চ উইকেট শিকারী, ২য় সবোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চবার ম্যান অব দ্য ম্যাচ । সাকিব ২০১৫ সালের জানুয়ারীতে টেস্ট ,ওডিআই ও টি-২০ প্রত্যেক  ক্রিকেট সংস্করণে এক নম্বর অল- রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন। সাকিব প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে  ৪০০০ রান করার গৌরব অর্জন করেন। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা স্বপ্ন দেখেন সাকিবের মত একজন ক্রিকেটার হওয়ার । মাগুরার এই কৃতি সন্তান সাকিব  আল হাসান মাগুরাবাসীর গর্ব।

1
2
3
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Raindrop Tours Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
Leave a Comment:
উপরে দেখুন