প্রকাশঃ 2024-04-22 16:47:33 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin । দেখা হয়েছে 342 বার।
ডাঃ লুৎফর রহমান
জন্ম ও মৃত্যুঃ
লেখক মাগুরা শহরের সন্নিকটে পারনান্দুয়ালী গ্রামে ১৮৮৯ সালে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৩৬ সালে মাত্র ৪৭ বছর বয়সে যক্ষারোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
রচিত কাব্য গ্রন্থাবলিঃ
মহৎজীবন, উন্নত জীবন, পথহারা, মানবজীবন, ছেলেদের মহত্ব কথা, ছেলেদের কারবালা, রাণী হেলেন, প্রীতি উপহার, উচ্চজীবন, বাসর উপহার, রায়হান, সরলা, উত্তম জীবন, সত্য জীবন, ডনকুইকজোটের অনুবাদ, মুসলমান, মঙ্গল ভবিষ্যৎ লেখককের উল্লেখযোগ্য লেখনী। ডাঃ লুৎফর রহমানের প্রথম বই ছিল একখানা কবিতার বই ‘প্রকাশ’। তিনি ‘প্রতিশোধ’ নামক একখানি উপন্যাস লিখেছিলেন। তিনি নারীশক্তি নামক পত্রিকা পরিচালনা করে নারীদের জাগরণের চেষ্টা করেছেন এবং নারী তীর্থ নামক ‘‘আশ্রম’’ প্রতিষ্ঠা করে নারীদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দ্বারা জীবিকা নির্বাহের পথ সুগম করে ছিলেন।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Raindrop Tours Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel